সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আলেয়া ; দ্য জ্যাক অ ল্যান্টার্ন ( Aleya : the Jack O' Lantern )

                                                                                                                                           [ পর্ব ; এক ]      আমার নাম আলিম । বাস কোমরপুর , বর্ডার এলাকা ।  নদীর তীর , ইছামতি নদী । নদীটি বাংলাদেশ এবং ভারতের সীমানা বরাবর । কখনো কখনো নদীর তীরে বসে থাকি । আবার কখনো বন্ধু-বান্ধব দের সাথে হাসি- তামাশায় মেতে উঠি , আড্ডা দেই ।  আমি চাকরি করি । এই তো বছর দুই হল চাকরি পেলাম । এখনি তো জিবনকে উপভোগ করার সময় ।  আমার বন্ধু অনেক বেশি , সবার সাথে মিশে থাকি সেই জন্যে হয়তো । প্রায় বিকালে , এক সঙ্গে নরম ঘাসের উপর বসে আমরা গল্প করি । কখনো হাসির , কখনো দুঃখ-কষ্ট আর বেদনার ।  তবু কেনো জানি না , মাঝে মাঝে নিজেকে খুব একা লাগে । মনটা তখন ভারি হয়ে যায় । সব কিছু ছেড়ে তখন একা থাকতে ভালো লাগে ।  আমরা দুই ভাই , বোন নেই । আমার একটা বোনের খুব শখ ছিল , কিন্তু কি আর করার , বিধাতার পরিহাস ।আমার মায়ের যখন দ্বিতীয় সন্তান হল , অর্থাৎ, আমার ছোট ভাই হালিম হওয়ার সময় আমি ভেবেছিলাম আমার বোন হবে । কিন্তু বিধাতা দিলেন অন্য কিছু । তবু আমি অসুখী নই । আমি এখন সব দিক থেকেই বলীয়

ক্রোম (crome) ব্রাউজারের জন্যে নতুন আপডেট আনল গুগল

Google crome  ক্রোমের (crome)  জন্য নতুন আপডেট ঃঃ   বহুলপ্রচলিত ইন্টারনেট ব্রাউজার ক্রোম ( crome) এর জন্য আরো একটা নতুন আপডেট নিয়ে আসলো গুগল(google) ।   এটি ক্রোমের ভার্সন ৮৯ (version 89) । অ্যান্ড্রয়েড পুলিশের রিপোর্ট অনুসারে,  এটা শুধুমাত্র ক্রোমের বেটা ইউজাররাই ব্যবহার করতে পারবেন।  তবে পরবর্তীতে ক্রোমের বড় আপডেটের সাথে ক্রোমের এই ৮৯ ফিচারটি ব্যবহার করতে পারবেন।  এর আগে জানুয়ারি ২০২১ এ ক্রোমের ৮৮ ( version 88)  আপডেট  এসেছিল।   কি আছে নতুন আপডেটে ঃঃ  অ্যান্ড্রয়েড এর রিপোর্ট অনুসারে,  এই ৮৯ আপডেটে ব্রাউজারটিতে প্রাইভেসি স্যান্ডবক্স ( privacy sandbox ) নামে নতুন একটি ফিচার আনা হয়েছে। যা ব্যবহারকারিদের ব্যক্তিগত ব্রাউজিং এর জন্য উপযুক্ত সুরক্ষিত পরিবেশ তৈরি করবে।  এবং সাথে সাথে এটি ব্যবহারকারীর গোপনীয়তাও নিশ্চিত করবে।   এর ফলে ব্যবহারকারীরা আরো বেশি নিরাপত্তা পাবে।   এই ফিচারটি ব্যবহার করতে ব্যবহারকারীদের  সেটিংস > প্রাইভেসি এন্ড সিকিউরিটি  >  প্রাইভেসি স্যান্ডবক্স অপশনে যেতে হবে।  এবং প্রাইভেসি সেট করে নিতে হবে।   এছাড়াও নতুন এই ৮৯ আপডেটটিতে(version 89) সাইট ইনফো পপআপ (site info