নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরার ভুমিকা

সি সি টিভি  ক্যামেরা 

বাসার নিরাপত্তার জন্য ব্যবহৃত বেশির ভাগ  সিসিটিভি ক্যামেরা গুলো হচ্ছে সলিড স্টেট ইলেকট্রনিক ডিভাইস যা একটি সেন্ট্রাল ডিভাইস এর সাথে যুক্ত থাকে। কাজেই একটি নির্দিষ্ট অবস্থানে এটি সম্প্রচার করে।  আর এ কারনেই একে ক্লোজ সার্কিট ক্যামেরা বলা হয়।  ক্লোজ সার্কিট ক্যামেরা  সংক্ষেপে একে সিসিটিভি বলা হয়।  

সিসিটিভি ক্যামেরা

সিসিটিভি ক্যামেরা এর মুল উপাদান গুলো হচ্ছে  লেন্স,  সেন্সর ,  ডিজিটাল সিগনাল প্রসেসর ।  

সিসিটিভি ক্যামেরা কি?  

সিসিটিভি ক্যামেরা সিস্টেম গুলো আমাদের দেশে ১০-১৫ বছর আগে চালু হলেও পশ্চিমা দেশগুলোতে আরো বহু বছর আগেই চালু হয়েছে ।  যদিও সেই সময়ে ক্যামেরা গুলো ছিলো  শুধু মাত্র  সাদাকালো ।  পরবর্তীতে রঙিন ক্যামেরা বাজারে আসলেও সচ্ছ ছবির জন্য তার ব্যবহার সীমিত হয়ে পড়ে ।  কিন্তু বর্তমানে প্রযুক্তিগত উন্নয়নের ফলে অনেক কম আলোতেই স্পষ্ট রঙিন ছবি দেখা যায় ।  যার কারণে রঙিন ক্যামেরার চাহিদা দিন দিন বেড়েই চলেছে ।  ফফলশ্রুতিতে,  এখন আর সাদাকালো ক্যামেরা উৎপাদন হচ্ছে না।  

বিভিন্ন  ধরনের সিসিটিভি ক্যামেরা  

বর্তমান চাহিদা অনুযায়ী দুই ধরনের সিসিটিভি সিস্টেম বাজারে পাওয়া যাচ্ছে । 

(১) ডিজিটাল ভিডিও রেকর্ডার ( ডিভিআর)  সম্বলিত সিসিটিভি মনিটরিং সিস্টেম  

(২) পিসি নিয়ন্ত্রিত সিসিটিভি মনিটরিং সিস্টেম ।  

ব্যবহারের ভিন্নতার কারনে রঙিন ক্যামেরা গুলো বিভিন্ন প্রকারের হয়ে থাকে।  যেমন ঃঃ  বুলেট ক্যামেরা,  ডোম ক্যামেরা,  হিডেন ক্যামেরা,  স্পাই ক্যামেরা,  স্পিড ডোম পিটিজেড ক্যামেরা,  ডে-নাইট ক্যামেরা,  জুম ক্যামেরা এবং আইপি ক্যামেরা উল্লেখযোগ্য ।  তবে বাজারে ডে-নাইট ক্যামেরা এর জনপ্রিয়তা সব থেকে বেশি।  

বুলেট ক্যামেরা 

এই ছোট নলাকার ক্যামেরা গুলো সাধারণত এমন জায়গায় ব্যবহৃত হয় যেখানে বিচক্ষণতা খুবই গুরুত্বপূর্ণ।  এই দেখতে নলাকার।  যার কারণে এর নাম বুলেট ক্যামেরা । 

বুলেট ক্যামেরা

এটি সাধারণত লম্বা স্পেস দেখার জন্য ব্যবহৃত হয়।  দোকান ও সেবামূলক প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য এটি উপযুক্ত।  এটি মুলত আউটডোর (outdoor)  ক্যামেরা।  

ডোম ক্যামেরা  

নজরদারির জন্য ডোম ক্যামেরাগুলো  অসাধারণ ।  এটি অতিমাত্রায় নিরাপত্তা প্রদান করে ।  কারন,  ক্যামেরাটি কোন দিকে পয়েন্ট করে থাকে তা প্রায় বোঝা অসম্ভব ।

ডোম ক্যামেরা

  সাধারণত বাসার  ভিতরে এগুলো ব্যবহার করা হয়।  এটি মুলত ইনডোর (indoor)  ক্যামেরা।  

আই আর ডে/নাইট ক্যামেরা 

আলোর অবস্থা যাই থাকুক না কেন,  এই ক্যামেরাগুলো  ২৪ ঘন্টা আউটডোর কভারেজ দিয়ে থাকে।  এগুলো দিনের একটা নির্দিষ্ট কালার দিয়ে থাকে।  এবং রাতে আলো না থাকার কারনে  রঙিনের বদলে সাদাকালোতে রুপান্তরিত হয়। 

ক্যামেরা বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন 

সিসিটিভি ক্যামেরা  কেনার ক্ষেত্রে 

কিছু গুরুত্বপূর্ণ বিষয়  আছে যা ক্যামেরা কেনার সময় বিবেচনা করা উচিত ।  যেমন ঃঃ 

সঠিক লেন্স নির্বাচন 

লেন্সের কাজ হচ্ছে সেন্সর থেকে আলো সংগ্রহ করা ।  ব্যবহার কারি যা কিছু দেখে বা যা কিছু রেকর্ড হয় তা এই লেন্সের মাধ্যমে  হয়।

ক্যামেরা লেন্স

কতটা দূরত্ব পর্যন্ত দেখা যাবে তা এই লেন্স নির্ণয়  করে।  কারন লেন্স ফোকাস নিয়ন্ত্রণ করে।  

সঠিক সেন্সর নির্বাচন 

সিসিটিভি ক্যামেরা সেন্সরের যাচাইয়ের ২ টা জিনিস বিবেচনা করতে হবে আর তা হলো  (ক) সেন্সর টাইপ  ও (খ) সেন্সর সাইজ 

সেন্সরের সাইজ যতবেশি বড় হয় ততবেশি লাইট প্রসেস ও উন্নত মানের ছবি ধারন করতে পারে।  বড় সেন্সর শুধুমাত্র  আলো ধারন করে না  বরঞ্চ ডিএসপি কে কাজ করার জন্যে অতিরিক্ত তথ্য দেয়।  

সঠিক আউটপুট রেজুলেশন নির্বাচন 

সিসিটিভি ক্যামেরার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টিভি রেজুলেশনের সমতল লাইনের সংখ্যা  বা টিভিএল।  এর রেঞ্জ ৭০০ টিভিএল পর্যন্ত হয়ে থাকে।  তবে ৩৮০ ও ৫৪০ টিভিএল এরও বিভিন্ন ক্যামেরা পাওয়া যায় ।  আউটপুট নির্ভর করে ইনপুটের উপর।  তাই লেন্স এবং সেন্সর  যদি রেজুলেশনের সাথে ম্যাচ না করতে পারে তবে অতিরিক্ত রেজুলেশন সবটাই বৃথা।  

আজ এ পর্যন্ত।  আবারো কিছু নিয়ে আসব পরবর্তী পর্বে। ইনশাআল্লাহ ।  


অনলাইনে ইনকাম বিষয়ে বিস্তারিত জানার জন্যে 

অনলাইনে ইনকাম ১ 

অনলাইনে ইমকাম ২ 

Post a Comment

নবীনতর পূর্বতন

728*90

Smartwatchs

"https://www.highratecpm.com/bkw4gifqh?key=6cdd585248a7ff0897975a631c4fe124"